আপনার বাচ্চাকে সঠিক সময় হামের টিকা দিয়েছেন তো?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • জানুয়ারি ৯, ২০১৯

প্রতিষেধকের মাধ্যমে হাম প্রতিরোধ করা যায়। ইপিআই তালিকা অনুযায়ী শিশুদের ৯ মাস ও ১৫ মাস বয়সে দুই ডোজে হামের টিকা (এম আর টিকা) দেওয়া হয়। ১২ মাস বয়স ও তার উর্দ্ধের শিশুদের ২৮ দিন অন্তর ২ ডোজের টিকা দেওয়া যায়। বয়ঃসন্ধিকালীন ও প্রাপ্ত বয়স্কদেরও, যাদের আগে হাম হয়নি বা হামের টিকা দেওয়া হয়নি তাদের ক্ষেত্রেও ২৮ দিন অন্তর ২ ডোজে হামের টিকা নিয়ে এই রোগ প্রতিরোধ করা যায়।

২ ডোজের হামের প্রতিষেধক হাম প্রতিরোধে প্রায় ১০০ ভাগ কার্যকরী। টিকা দেওয়া না থাকলে হাম হওয়ার আশঙ্কা থাকে।তবে সাধারনত, একবার হাম হলে দ্বিতীয়বার আর এ রোগ হওয়ার সম্ভাবনা থাকে না। তবে যেহেতু এটি ছোঁয়াচে রোগ, তাই সবাইকে সতর্ক থাকা উচিত।

Leave a Comment