শীতকালে পেটে সমস্যা হতে পারে

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • জানুয়ারি ১২, ২০১৯

যে কোনো সময়েই পেটের সমস্যা হতে পারে। তবে তুলনামূলক ভাবে গ্রীষ্ম বা বর্ষাকালের তুলনায় শীতকালে পেটের সমস্যা কম হয়। শীতের শুরুর দিকে শিশুদের ক্ষেত্রে বিশেষ করে পেটের সমস্যার একটা আশঙ্কা থাকে।

এ সময়ে সাধারণত গ্যাস, বদহজম তাছাড়াও পেট ব্যথা, পাতলা পায়খানা বা বমিও হতে পারে। পেটে ব্যথা, টকঢেকুর, পেট ফাঁপা, পেট ভার, গা-বমি ভাব, খিদে না পাওয়া বা খেতে ভাল না লাগা এ ধরনের সমস্যা হলে বুঝতে হবে পেটের সমস্যা হয়েছে।

শীতে ব্যাকটেরিয়া থেকে সমস্যা হলে সাধারণত পায়খানার সঙ্গে বমি হয় ও জ্বরও হতে পারে। অতিরিক্ত মসলাদার খাবার, মাংস, মিষ্টি বা ফাস্টফুড জাতীয় খাবার খেলে শরীরের পরিপাকতন্ত্র খুব সহজে তা হজম করতে পারে না। সাধারণত শীতে এর প্রবণতা বাড়ে।

শুধুমাত্র খাদ্যাভ্যাসের পরিবর্তনের জন্যই নয় বরং শরীরের ভিতরের কিছু কারণেও পেটের সমস্যা হয়। অনেক সময়ে গলব্লাডার, অ্যাসিডিটি, পাকস্থলির প্রদাহের কারণে এই সমস্যা সারা বছরই থাকে।

টি/আ

 

Leave a Comment