প্রস্রাবে জ্বালাপোড়ার কারণ কি?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • জানুয়ারি ১৫, ২০১৯

প্রশ্নঃ প্রস্রাবে জ্বালাপোড়ার কারণ কি?

উত্তরঃ প্রস্রাবে জ্বালাপোড়া সৃষ্টি করার প্রধান জীবাণুটি হলো ব্যাকটেরিয়া। তবে ছত্রাক বা ফাঙ্গাস এ ধরনের প্রদাহ ঘটায়। মেয়েদের মূত্রনালী পায়ুপথের খুব কাছে থাকে বলে সহজেই জীবাণু প্রবেশ করতে পারে। তাই মেয়েদের বেশি হলেও প্রস্রাবে জ্বালাপোড়া ছেলেদেরও হতে পারে। ই-কলাই নামক জীবাণু শতকরা ৭০-৮০ ভাগ প্রস্রাবের প্রদাহের কারণ। আপনি কিছু পরীক্ষা করে নিশ্চিত হন আসলেই ইনফেকশন আছে কিনা। 
যদি থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শে মেডিসিন খেতে হবে।

Leave a Comment