শিশুর জন্মের পর গর্ভফুলের কি হয়?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • জানুয়ারি ১৫, ২০১৯

শিশুর জন্মের পর, প্রসবের তৃতীয় পর্যায়ে, জরায়ুর ক্রমাগত সংকোচন গর্ভফুলটিকে ঠেলে যোনীপথ দিয়ে বের করে দেয়। এসময় ডাক্তার মাকে জরায়ুর মাংসপেশী সংকোচনে উদ্দীপনা দানকারী ঔষধ যেমন, Oxytocic medicine প্রদান করেন এবং গর্ভফুলটিকে বেরিয়ে আসতে সহায়তা করেন। 

শিশু ভূমিষ্ঠ হবার সাথে সাথে এই ঔষধটি মায়ের উরূতে বা শিরায় ইনজকেশনের মাধ্যমে দেয়া হয়। ঔষধটি মায়ের জরায়ু কে সংকুচিত করে, যেনো গর্ভফুলটি জরায়ুর দেয়াল থেকে খুলে বেরিয়ে আসে। যে সমস্ত নারীরা প্রসবকালীন সময়ে অতিরিক্ত রক্তক্ষরণে আক্রান্ত হন, এটি তাদের রক্তক্ষরণ বন্ধেও কাজ করে।

প্রসবের পর পর দ্রুততম সময়ে সেটাও জরায়ুর সংকোচনে সাহায্য করে এবং গর্ভফুলটিকে বেরিয়ে আসতে সহায়তা করে। যদি মায়ের শরীর থেকে স্বাভাবিক গতিতে গর্ভফুলটিকে বের হতে দেয়া হয়, তাহলে অতিরিক্ত রক্তক্ষরণ হবার সম্ভাবনা থাকে। শিশু ভূমিষ্ঠ হবার পর ডাক্তার বের হয়ে আসা গর্ভফুল পরীক্ষা করে দেখেন যে তা সর্ম্পূণরূপে বেরিয়ে এসেছে কিনা এবং ভেতরে অবাঞ্ছিত কোনো কিছু থেকে গিয়েছে কিনা।

Leave a Comment