গর্ভাবস্থা ও পেটে ব্যথা

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • ফেব্রুয়ারি ১৭, ২০১৯

গর্ভাবস্থায় পেটে ব্যথার অনেক কারণ রয়েছে।

১. জরায়ুর আকার বড় হয়ে যাওয়া।

২. লিগামেন্টের ব্যথা। জরায়ুর চারপাশের পর্দার মতন আবরনে এমনি এমনিই ব্যাথা হয় তাকে রাউন্ড লিগামেন্ট পেইন বলে।

৩. কোষ্ঠকাঠিন্য ও গ্যাস।

৪. বাচ্চার অতিরিক্ত নড়াচড়ার জন্যও পেট ব্যথা হতে পারে।

৫. ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশান। জরায়ুতে হাল্কা সংকোচন প্রসারন হয় যেটির কারনে অনেকের ব্যাথা হতে পারে- এর কারন অজানা।

৬. প্রস্রাবে ইনফেকশনের কারনেও তলপেটে ব্যথা হতে পারে। তবে সেক্ষেত্রে ইউরিন ইনফেকশনের অন্যান্য লক্ষন যেমন - প্রস্রাবে জ্বালাপোড়া, জ্বর বা জ্বর-জ্বর ভাব থাকবে। যদি এই ধরনের লক্ষন থাকে তবে দেরী না করে গাইনী বিশেষজ্ঞের সাথে দেখা করতে হবে।

এরকম কারণে পেটে ব্যথা হলে চিন্তার কিছু নেই। এক্ষেত্রে, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, প্রচুর পানি পান করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, সব ধরনের দুশ্চিন্তা ও টেনশন মুক্ত থাকতে হবে।

Leave a Comment