জরায়ু বা সারভিক্সে ঘা-এর কিছু লক্ষন

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • ফেব্রুয়ারি ২৭, ২০১৯

একজন প্রাপ্ত বয়স্ক নারীর জীবনের অতি পরিচিত স্বাস্থ্য সমস্যা হলো জরায়ু মুখ বা সারভিক্সের সংক্রমন। যা জরায়ু মুখের ঘা বা সারভসাইটিস (Cervicitis) নামে পরিচিত। জরায়ু মুখের প্রদাহের ফলে জরায়ুর মুখ লাল হয়ে গিয়ে জরায়ুর মুখের ঘা দেখা দেয়। জরায়ু মুখের ঘা বা সারভিসাইটিসের লক্ষন:

১.জরায়ু, যোনি, কোমর বা তলপেটে ব্যাথা।

২.মাসিকের ঋতু স্রাবের সময় জ্বালা ও ব্যাথা হওয়া।

৩.মাসিকের রাস্তায় রক্তপাত হওয়া।

৪.জরায়ুর দুর্গন্ধ যুক্ত হওয়া।

৫.জরায়ুর নিচের অংশ ও যৌনিতে চুলকানি।

৬.জরায়ুর মুখ ছোট বড় হয়ে যাওয়া।

৭.সাদা বা বাদামী স্রাব বের হয়ে যাওয়া।

এসব লক্ষন দেখা দিলে অতি দ্রুত গাইনী ডাক্তারের শরনাপন্ন হতে হবে...

Leave a Comment