গর্ভাবস্থার শেষ মাসে কি সহবাস করা যাবে?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • মার্চ ১৯, ২০১৯

গর্ভাবস্থার শেষ দিকে সহবাস না করাই ভালো। প্রেগন্যান্সি পিরিয়ডে বেশীর ভাগ মহিলারাই সহবাস করতে পারেন। তবে এক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। তাঁর বর্তমান প্রেগন্যান্সিতে কোন জটিলতা আছে কিনা, আগের গর্ভধারনে এবং গর্ভকালীন কোন জটিলতা, গর্ভপাত হওয়ার ইতিহাস আছে কিনা, গাইনী ডাক্তারের নিষেধাজ্ঞা আছে কিনা এই বিষয়গুলো দেখতে হবে।

যদি সব ঠিক থাকে সেক্ষেত্রে দুইজন সঙ্গীর সহমতে গর্ভাবস্থায় সহবাস করা যাবে। গর্ভকালীন অবস্থায় মায়ের গর্ভে শিশু একটি পানির থলের ভেতর সুরক্ষিত থাকে এবং মায়ের জরায়ুর মাংসপেশি, জরায়ুর মুখের মিউকাস এগুলো সুরক্ষিত রাখতে কাজ করে। তাই, গর্ভাবস্থার শেষ দিকে সহবাস না করাই ভালো। গর্ভকালীন চেক আপের সময় গাইনী ডাক্তার থেকে সহবাস করা যাবে কিনা জেনে নিতে হবে কোনো সংকোচ না করে, কারন একেক জনের শারীরিক অবস্থা যাচাই করে পরামর্শ ভিন্ন হতে পারে। যৌন মিলনের সময় কনডম ব্যবহার করা উচিত, এতে যৌন বাহিত রোগ সংক্রমন হবে না। যৌন মিলনের সময় রক্তপাত, ব্যাথা বা কোন সমস্যা মনে হলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখিয়ে নিতে হবে।

Leave a Comment