পেটে বাচ্চার নড়াচড়া

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • মার্চ ২৩, ২০১৯

প্রশ্ন: আপু আমি প্রেগন্যান্ট ২৬ সপ্তাহ। মাঝেমধ্যে বাচ্চা পেটের ডান সাইডে বেশি নড়াচড়া করে, আবার মাঝেমধ্যে বাম সাইডে বেশি নড়ে। এটা কি কোনো সমস্যা?         

উত্তর: আপু,  বাচ্চা পেটের কোন পাশে নড়াচড়া করছে এইটা কোন সমস্যা না। নড়াচড়া করছে কিনা এইটাই কথা। এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে, কতবার বাচ্চা নড়াচড়া করবে। এটা এভাবে হিসাব করা হয়, প্রতিবেলা খাওয়া শেষে, বাম কাত হয়ে শুয়ে বাচ্চার নড়াচড়া বুঝতে চেষ্টা করবেন। চেষ্টা করবেন ১০ বার নড়তে কতক্ষণ লাগল সেটা বুঝতে। বলা হয় ২ ঘণ্টার মধ্যে ৮-১০ বার নড়াচড়া করা উচিত। এভাবে তিন বেলা করবেন, আস্তে আস্তে বাচ্চার নড়াচড়ার ধরণ বুঝে ফেলবেন। যদি দেখেন কোন বেলা ১০ বার নড়তে অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি সময় নিচ্ছে বা ৪-৫ ঘন্টা একেবারেই নড়াচড়া করছে না, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন।

বাচ্চার নড়াচড়া ভালো বোঝার জন্য কিছু নিয়ম মানতে পারেন। এগুলো হলো- 

১. বাম কাত হয়ে শুবেন।

২. ঠান্ডা পানি খাবেন।

৩. খাওয়ার পরে মিষ্টি খাবার খাবেন।

৪. টেনশন করবেন না।

তবে মনে রাখবেন, বাচ্চাও আমাদের মত বিশ্রাম নেয়, ঘুমায়। সে সারাক্ষণ নড়াচড়া করে না। তাই সবসময় নড়বে সেটা আশা করা ভুল। সাধারণত দেখা যায় মায়ের খাবরের ২০-৩০ মিনিট পর নড়াচড়া বাড়ে। তাই সেই সময়ে বোঝার চেষ্টা করা উচিত।

টি/আ

 

Leave a Comment