গর্ভধারণের ক্ষমতা কমিয়ে দিতে পারে কোল্ড ড্রিংকস

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • মার্চ ২৪, ২০১৯

দেখতে দেখতে শীত চলে গেলো। চলে আসলো গরম কাল। আর এই গরমে আমাদের একটি সাধারণ অভ্যাস হলো ঘুরে ফিরে ঠাণ্ডা পানি বা পানীয় পান করা। বাইরে থেকে এসেই কিংবা খাওয়ার শেষেই ফ্রিজ থেকে ঝটপট বের করে পান করি ঠান্ডা পানীয়। অনেকের তো এটি ছাড়া চলেই না। কিন্তু আপনি জানেন কি,  ঠান্ডা পানীয় পান করলে যেমন শরীরে প্রশান্তি আসে, ঠিক তেমনি এটি অতিরিক্ত পরিমাণে পান করলে বিভিন্নভাবে শরীরের ক্ষতি করে। ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, মহিলাদের ক্ষেত্রে সময়ের নির্দিষ্ট বয়সের আগেই পিরিয়ড শুরু হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যার জন্ম দেয় এই অভ্যাসটি।

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, অতিরিক্ত ঠাণ্ডা পানীয় পান করলে তা মহিলাদের গর্ভধারণ ক্ষমতাও কমিয়ে দিতে পারে অনেকটাই। গবেষকরা জানান, সন্তান ধারণের ক্ষমতার সঙ্গে ঠাণ্ডা পানীয়র সম্পর্ক রয়েছে। ‌ আরেক সমীক্ষায় দেখা গেছে, যারা নিয়মিত ঠাণ্ডা পানীয় পান করেন না সেইসব মহিলাদের গর্ভধারণ করার ক্ষমতা যারা নিয়মিত পানীয় পান করেন তাদের থেকে ২৫ শতাংশ বেশি। সুতরাং বুঝতেই পারছেন, যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করেছেন তাদের ঠাণ্ডা পানীয় পান করা কমাতে হবে।

টি/আ

 

Leave a Comment