কনডম ব্যবহারে জরায়ুতে কি এলার্জি হয় বা ঘা হওয়ার সম্ভাবনা থাকে?

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • এপ্রিল ১৫, ২০১৯

প্রশ্ন: কনডম ব্যবহার করলে জরায়ুতে কি এলার্জি হয় বা ঘা হওয়ার সম্ভাবনা থাকে?

উত্তর: স্বাভাবিক ভাবে কনডম ব্যবহার করলে জরায়ুতে ঘা হওয়ার কথা না। তবে, অনেক মহিলার কনডমের ল্যাটেক্স পার্টিক্যালে এলার্জি থাকে। সেক্ষেত্রে কনডম ব্যবহারের ফলে জরায়ুতে এলার্জিক রিঅ্যাকশন হয়ে জ্বালাপোড়া, চুলকানি ইত্যাদি হতে পারে। এক্ষেত্রে তখন নন-ল্যাটেক্স পার্টিক্যালে তৈরী কনডম ব্যবহার করতে হবে। এছাড়া বিভিন্ন ডিটারজেন্ট, কেমিক্যাল, সুগন্ধিযুক্ত সাবান, রঙ ওয়ালা টিস্যু পেপার, ফেমিনিন হাইজেনিক স্প্রে, ডুশ ব্যবহার করলে যোনিতে চুলকানি হতে পারে। ডায়াবেটিস, রেনাল ডিজিজ, একজিমা ও রক্তে কোন রোগ থাকলে ও অন্যান্য কোন রোগ থাকলেও যৌনাঙ্গে চুলকানি বা ঘা হয়।

টি/আ

Leave a Comment