রোজা এবং পেপটিক আলসার

  • ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল:
  • এপ্রিল ১৬, ২০১৯

রোজা মুসলিমদের জন্য ফরজ। এই বিধান অবশ্যই পালন করতে হবে। একসময় ধারণা ছিল পেপটিক আলসারে আক্রান্ত রোগীরা রোজা রাখতে পারবেন না। বর্তমানে এই ধারণা ভুল প্রমাণ হয়েছে। অনেকেই  মনে করেন রোজা পেপটিক আলসারের ক্ষতি করে এবং এসিডের মাত্রা বাড়ায়। কিন্তু  এসব ধারনা একেবারেই সঠিক নয়। রোজায় যদি নিয়ন্ত্রিত না খাওয়া হয় কেবল তখন সমস্যা হতে পারে। কেউ যদি রোজায় নিয়ম করে খাওয়া দাওয়া করে তার এসিডের মাত্রা কমে যায়। তাই সঠিকভাবে রোজা রাখতে হবে। সেহরি ও ইফতারে খাবারের ব্যাপারে সচেতন হতে হবে। ভাজা পোড়া এবং চর্বি জাতীয় খাবার বর্জন করতে হবে। তেল মশলা বেশি দিয়ে রান্না করা খাবার খাওয়া যাবে না ।

বর্তমানে আলসারের খুব ভাল ভাল ওষুধ পাওয়া যায় । এগুলো ভাল কাজ করে এবং পার্শ্বপ্রতিক্রিয়াও কম। একবেলা খেলেই এসব ওষুধ অনেকক্ষণ কাজ করে। দামও নাগালের মধ্যে। তাই আলসারের কারণে রোজা না রাখা কোন অজুহাত হতে পারেনা। সঠিকভাবে  রোজা বরং আলসারের উপশম করে। অনেক  আলসারের রোগী রোজা রেখে ভালো অনুভব করে। চিকিৎসকের পরামর্শ নিয়ে  আলসারের রোগীরা অবশ্যই রোজা রাখতে পারেন।

 

Leave a Comment