স্ট্রোকের কারণ

  • ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল
  • এপ্রিল ১৯, ২০১৯

স্ট্রোক খুবই পরিচিত অসুখ। আমাদের দেশে প্রচুর স্ট্রোকের রোগী দেখতে পাওয়া যায় । মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহের ঘাটতি দেখা দিয়ে যদি আক্রান্ত অংশের কোষ নষ্ট হয় তবে তাকে স্ট্রোক বা ব্রেন স্ট্রোক বলে। বর্তমান বিশ্বে স্ট্রোক মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। মস্তিষ্কের অংশ বিশেষ নষ্ট হওয়ায় রোগীর দেহে বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয় । স্ট্রোকের প্রকৃত কারণ পুরোপুরি জানা আজও সম্ভব হয়নি। তবে কিছু রিস্ক ফ্যাক্টর জানা গেছে।পুরুষ এবং মহিলা সবাই  স্ট্রোকে আক্রান্ত হতে পারে  কিন্তু পুরুষদের মহিলাদের চেয়ে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। স্ট্রোকের বিভিন্ন রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছেঃ

১) উচ্চ রক্তচাপ 

২) ডায়াবেটিস

৩) ধূমপান

৪) এলকোহল

৫) জন্ম নিয়ন্ত্রণ বড়ি 

৬) স্থুলতা

৭) বেশি বয়স

৮) হার্ট এর সমস্যা

৯) রক্তে চর্বির আধিক্য

১০) আগে স্ট্রোক হলে

১১) পারিবারিক কারণ ইত্যাদি 

এদের মধ্যে অনেক কারণ আছে যেসব এড়ানো সম্ভব। কেউ চেষ্টা করলেই ওজন কমানো সম্ভব। ওজন কমলে কমে যাবে স্ট্রোকের ঝুঁকি । আবার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে স্ট্রোকের সম্ভাবনা কমে। স্ট্রোকের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই সচেতন হতে হবে এবং নিয়ম মেনে চলতে হবে। 
 

Leave a Comment