গর্ভাবস্থায় দাঁতের সমস্যা

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • এপ্রিল ২০, ২০১৯

গর্ভাবস্থায় দাঁত ব্যথা অত্যন্ত কষ্টদায়ক ও ঝুকিপূর্ণ একটি ব্যাপার। তাই গর্ভধারণের পূর্বে দন্ত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা করা দুরুহ ব্যাপার। কারণ এ অবস্থায় একজন ডেন্টাল সার্জন দাঁত ফেলতে পারবেন না, কারণ এতে বেশি রক্তপাতের সম্ভাবনা থাকে। রোগী যদি রক্তস্বল্পতায় ভোগেন তাহলে দাঁত ফেলা যাবে না। এ অবস্তায় এক্সরেও করা যাবে না। এক্সরে করলে বাচ্চার রেডিয়েশন হেজারড হতে পারে।

শুধু দাঁত ব্যাথা নয়, যেকোনো ব্যথার জন্য গর্ভাবস্থায় পেইন কিলার জাতীয় ঔষধ সেবন করা একদম নিষেধ। কারণ এতে গর্ভপাতের সম্ভাবনা থাকে। তাই গর্ভধারণের পূর্বে একজন ডেন্টাল সার্জনের শরণাপন্ন হয়ে মুখ ও দাঁতের কোনও চিকিৎসা প্রয়োজন আছে কিনা তা পরীক্ষা করিয়ে নিতে হবে।

লবঙ্গের তেল এর সাথে কয়েক ফোঁটা পানি মিশ্রিত করে দাঁতে লাগালে, ব্যথা কমে যেতে পারে। এটি একটি প্রাচীন কিন্তু কার্যকর পদ্ধতি। তবে বার বার এটি ব্যাবহারে দাঁত ভঙ্গুর হতে পারে। সাময়িক আরামের জন্য এটি ব্যাবহার করা যাবে। তবে এটি খুব ঝাঁঝালো। যদি সম্ভব হয় তাহলে খুব তাড়াতাড়ি রুট ক্যানাল ট্রিটমেন্ট করানো উচিত।

টি/আ

 

Leave a Comment