গর্ভাবস্থায় কি কৃমির ঔষধ খাওয়া যায়?

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • এপ্রিল ২৩, ২০১৯

গর্ভবতী মহিলা, জ্বর ও ডায়রিয়া আক্রান্ত রোগীর কৃমির ঔষধ খাওয়া সম্পূর্ণ নিষেধ। গর্ভাবস্থায় যেহেতু কৃমির ঔষধ খাওয়া যাবে না তাই প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেয়া উচিৎ।

১. মল নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা করতে হবে।

২. খাবার তৈরি, পরিবেশন এবং খাওয়ার পূর্বে সাবান দিয়ে অবশ্যই হাত ধুয়ে ফেলতে হবে।

৩. মল ত্যাগের পর সাবান দিয়ে অবশ্যই হাত ধুয়ে ফেলতে হবে

৪. নিয়মিত গোসল করা, পরিষ্কার জামা-কাপড় পড়া এবং নখ বড় হবার আগেই অবশ্যই কেটে ফেলা কারণ বড় নখের ভেতর কৃমির ডিম ঢুকে থাকে।

টি/আ

Leave a Comment