কাশির সাথে রক্ত

  • ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল:
  • এপ্রিল ২৩, ২০১৯

কাশির সাথে রক্ত এলে অনেকেই ভয় পেয়ে যান। অবশ্য এরকম হলে ভয় পাওয়া খুব স্বাভাবিক। সাধারণ ব্রঙ্কাইটিসে যেমন এমন হতে পারে আবার ফুসফুসে ক্যান্সার হলেও কাশির সঙ্গে রক্ত যেতে পারে। তাই এরকম হলে দেরি না করে অবশ্যই দ্রুত চিকিৎসক দেখাতে হবে। কাশির সাথে রক্ত যাওয়ার বিভিন্ন কারণ আছে। তাই এই ধরণের সমস্যা হলে প্রথমেই কারণ বের করতে হবে। যেসব কারণে কাশির সাথে রক্ত যেতে পারে তার মধ্যে আছে-

১. ব্রঙ্কাইটিস

২. যক্ষ্মা

৩. ফুসফুস ক্যান্সার

৪. ব্রঙ্কিয়াকটেসিস

৫. নিউমোনিয়া

৬. হার্ট ফেইলিউর

৭. ফুসফুসে ফোড়া বা অ্যাবসেস

৮. পালমোনারি এম্বলিজম

৯. রক্ত রোগ

১০. রক্ত পাতলা করার ওষুধ (ওয়ারফেরিন)

১১. ভাস্কুলাইটিস

আরও বিভিন্ন কারণে কাশির সাথে সঙ্গে রক্ত যেতে পারে। তাই এরকম হলে প্রথমেই কারণ বের করতে হবে। তারপর চিকিৎসা করতে হবে। কাশির সাথে রক্ত যাওয়া কখনো কখনো জটিল রোগের কারণে হতে পারে। তাই কোন অবহেলাই কাম্য নয়। এরকম হলে দেরি না করে বক্ষব্যাধির চিকিৎসককে দেখাতে হবে।

টি/আ

 

Leave a Comment