মহিলাদের গনোরিয়া

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • মে ৭, ২০১৯

গনোরিয়া একটি যৌনবাহিত সংক্রমণ। এটির উপসর্গ সাধারনত সংক্রমিত হওয়ার ১০ দিনের মধ্যে দেখা দেয়, তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক মাস অতিবাহিত হওয়ার পরও কোনো লক্ষণ দেখা যায় না। সংক্রমিত মহিলাদের মধ্যে অর্ধেক মহিলা-ই কোন সুস্পষ্ট উপসর্গ প্রত্যক্ষ করেন না, যার ফলে কখনো কখনো এটি চিকিৎসাহীনই থেকে যায়। মহিলাদের ক্ষেত্রে গনোরিয়ার লক্ষণ:

১. যোনীপথে অস্বাভাবিক নিঃসরণ, এটি ঘন এবং সবুজ অথবা হলুদ হতে পারে।

২. প্রস্রাবের সময় ব্যথা অথবা জ্বালাপোড়া হতে পারে।

৩. তলপেটে ব্যথা (এটা কম দেখা যায়)।

৪. দুই মাসিকের মধ্যবর্তী সময়ে রক্তপাত, ভারী মাসিক এবং সহবাসের পর রক্তপাত (কম দেখা যায়)।

যদি এরকম কোনো লক্ষণ দেখা দেয় অথবা মনে করেন সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকে থাকে, তবে অবশ্যই আপনার গনোরিয়ার পরীক্ষা করানো উচিত। এমনকি আপনার কোন সুস্পষ্ট উপসর্গ না থাকলেও অথবা উপসর্গ নিজ থেকে চলে গেলেও পরীক্ষা করে দেখা উচিত। যদি গনোরিয়ার সঠিক চিকিৎসা না হয় তাহলে এর থেকে গুরুতর জটিলতা যেমন বন্ধাত্ব সৃষ্টি হওয়ার ঝুকি থেকে যায়।

টি/আ

Leave a Comment