শিশুর দেওয়ালে আঁকাআঁকি কমাবেন যেভাবে

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • মে ৯, ২০১৯

প্রায় প্রত্যেক শিশুই খাতার চেয়ে দেওয়ালে আঁকতে কিংবা লেখালেখি করতে পছন্দ করে। নিজের কল্পনায় রঙ মিশিয়ে দেওয়ালেই সে আপন মনে আঁকতে চায়। মনোবিজ্ঞানীদের মতে, শিশুকে আটকানো মানে তার কল্পনাকে বাঁধা দেওয়া। তবে অতিরিক্ত আঁকাআঁকির কারণে দেওয়াল নোংরা হয়ে যায়। ভাড়া বাড়ি হলে বাড়িওয়ালারাও বিরক্ত হন। এ কারণে এমন কিছু কৌশল অনুসরণ করতে পারেন যাতে শিশুরা মন খারাপও করবে না আবার দেওয়াল থাকবে পরিপাটি। যেমন-

১. শিশুরা অনুকরণ প্রিয়। বাড়িতে বড় হোয়াইটবোর্ড রেখে তাতে মাঝে মাঝে তাকে দেখিয়ে রং-বেরঙের রেখা টানুন। তখন সেও ছবি আঁকার সময়ে হোয়াইট বোর্ডই ব্যবহার করতে চাইবে।

২. বকা নয়, অনুরোধ করে তাকে বুঝিয়ে বলুন। আপনার কথার ধরনে সে যেন বুঝতে পারে, তার সক্রিয়তা নিয়ে অপনার অসুবিধা নেই।

৩. শিশুকে অবসরে নানা রকম ছবি দেখান। একই সঙ্গে খাতায় ছবি এঁকেই আবার ইরেজার দিয়ে মুছে ফেলা যায় এটা তাকে বুঝিয়ে দিন। তখন মজা পেয়ে সেও খাতায় আঁকতে চাইবে।

৪. শিশুরা প্রশংসা শুনতে ভালবাসে। খাতায় বা হোয়াইট বোর্ডে শিশুর আঁকার প্রশংসা করুন। দেওয়ালের আঁকায় ততটা আগ্রহ দেখাবেন না। তাহলে সে খাতা কিংবা হোয়াইট বোর্ডে আঁকতেই উৎসাহী হবে।

টি/আ

 

Leave a Comment