পারপেরাল সংক্রমণ

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • মে ১২, ২০১৯

পারপেরাল সংক্রমণ, এটি প্রসবোত্তর সংক্রমণ (Postpartum infections) নামেও পরিচিত। এটি হলো বাচ্চার জন্ম বা গর্ভপাতের পর নারী প্রজননতন্ত্রের যেকোনো ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণ। লক্ষণ ও উপসর্গসমূহ:
- জ্বর
- কাঁপুনি,
- তলপেটে ব্যথা,
- এবং যোনি থেকে বের হয়ে আসা তরল পদার্থের সম্ভাব্য দুর্গন্ধ।

এটি সাধারণত প্রসবের ২৪ ঘন্টা পরে অথবা প্রথম দশ দিনের মধ্যে ঘটে থাকে। সবচেয়ে কমন সংক্রমণ হলো গর্ভাশয় এবং এর চারপাশের টিস্যুর সংক্রমণ যা পারপেরাল সেপসিস বা পোস্টপার্টাম মেট্রিটিস নামে পরিচিত। বেশিরভাগ সংক্রমণের সাথে বিভিন্ন ধরনের অনেকগুলো ব্যাকটেরিয়া জড়িত। যোনিপথ বা রক্তের কালচার পরীক্ষা করে এই রোগ রোগ নির্ণয় করা যায়৷ প্রসব পরবর্তী জ্বরের অন্যান্য কারণের মধ্যে রয়েছে: স্তন প্রদাহ, মুত্রনালীর সংক্রমণ, তলপেটের কাটা জায়গা বা এপিসিওটমি-তে সংক্রমণ।

টি/আ

 

Leave a Comment