শরীরের যেসব লক্ষণ অবহেলা করতে নেই

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • মে ১৫, ২০১৯

শরীরে কোনো কোনো সময় বিশেষ কোনো পরিবর্তন হয়তো লক্ষ করেন অনেকে। কিন্তু গুরুত্ব দেন না।নীরবেই এসব লক্ষণ এড়িয়ে যান অনেকে। বলা যায় অবহেলা করেন। কিন্তু পরবর্তীতে এসব লক্ষণের ফল হিসেবে বড় ধরনের বিপদ হতে পারে। তাই যদি কখনও আপনার হয় শরীরের আকস্মিক কোনো পরিবর্তন ঘটছে, তা মোটেই অবহেলা করা উচিত নয়। শরীরের যেসব পরিবর্তনকে একদমই অবহেলা করবেন না-

১. শরীরের কোনো স্থান হতে অনভিপ্রেত রক্তক্ষরণ

২. দীর্ঘস্থায়ী খুশখুশে কাশি

৩. শারীরিক ক্ষমতা হ্রাস

৪. হঠাৎ রেগে যাওয়া

৫. আকস্মিক ওজন হ্রাস

৬. স্কিন র‌্যাশ যা চুলকায়

৭. দাঁতের সমস্যা

৮. বার বার মলত্যাগ

৯. নাক ডাকা

১০. প্রিয়জনের নাম মনে রাখতে না পারা

এসব সমস্যার বা লক্ষণের একটি বা একসঙ্গে একাধিক লক্ষণও দেখা যেতে পারে। পাকস্থলি, গলনালী, প্যানক্রিয়াস অথবা ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হলো আকস্মিক ওজন হ্রাস। এ ব্যাপারে আমেরিকান ক্যান্সার সোসাইটির প্রধান ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মকর্তা ড. রিসার্ড ওয়েন্ডারের মতে কোনো ধরনের ডায়েটিং অথবা এক্সারসাইজ ছাড়া শরীরের ওজন ১০ কেজি কমে গেলে অবশ্যই ক্যান্সারের বিষয়টি মাথায় আনতে হবে। একইভাবে অন্যান্য লক্ষণও অন্য কোনো গুরুতর রোগের পূর্বাভাস হতে পারে। তাই কোনো ধরনের রোগের লক্ষণ কোনো ভাবেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

টি/আ

 

Leave a Comment