মানসিক রোগে যে কেউ আক্রান্ত হতে পারে

  • কামরুন নাহার স্মৃতি
  • জুন ৮, ২০১৯

স্নায়ু বা মানসিক রোগ

 মানসিক রোগ অন্যান্য রোগের মতোই এবং এ বিষয়ে অনেককিছুই এখনও আমাদের অজানা। বিভিন্ন রোগের মত মানসিক রোগও যেকোনো বয়সের মানুষের হতে পারে। সব শ্রেনীর মানুষের এ রোগে আক্রান্ত হওয়া অস্বাভাবিক না। অনেক রোগের মত এ রোগেরও চিকিৎসা আছে। সময়মত সঠিক চিকিৎসা ও পরামর্শ নিলে এ রোগ নিরাময় হয়। জানুন কারণ, লক্ষন ও নিরাময় ব্যবস্থা

 কারণঃ-

 - দ্বন্দবহুল কলহময় পারিবারিক অশান্তি, সামাজিক নিরাপত্তাহিনতা প্রভৃতি কারনে মানসিক রোগ হতে পারে। 

 - ব্যক্তিগত মানসিক সমস্যার বিভিন্ন ধরনের দুশ্চিন্তা এবং দ্বিধাদ্বন্দ্ব থেকে মানসিক রোগের উৎপত্তি হতে পারে। 

 - বংশগত কারনেও এই রোগ হতে পারে। 

 - শারীরিক আঘাতের কারনেও হতে পারে

 লক্ষণসমূহঃ-

 - চঞ্চলতা, প্রলাপ বকা ও আক্রমণাত্মক আচরণ প্রভৃতি উপসর্গসহ জিনিসপত্রের ক্ষতিসাধন বা ভাংচুর করা।

 - চুপ হয়ে যায়, ঠিকমত খাওয়া দাওয়া করে না, একা একা বিড়বিড় করে কথা বলে কিংবা অকারনে নিজে নিজে হাসে। 

 - বিষণ্ণ ভাব, কিছু ভাল না লাগা, অস্থিরতা, অনিদ্রা ইত্যাদি ।

 চিকিৎসাঃ

 - একজন মানসিক রোগীর অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে এবং প্রয়োজনে মানসিক হাসপাতালে চিকিৎসা করাতে হবে।

- একজন মানসিক রোগীর ভাল হতে হলে অবশ্যই পরিবারের সহযোগিতার প্রয়োজন।

 - স্বামী-স্ত্রী দুজনেরই উচিৎ ঝগড়া বিবাধ বা মনমালিন্য না করা। 

 - শান্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। 

কেএস/

Leave a Comment