গর্ভাবস্থায় এসিড রিফ্লাক্স

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • জুন ২৩, ২০১৯

বেশীরভাগ গর্ভবতী মায়েরা ডাক্তারের কাছে একটি কমন সমস্যার কথা বলেন। সেটা হচ্ছে, গলায় কিছু আটকে থাকার অনুভূতি, সাথে কাশি। কোনো খাবার খাওয়ার পর নয়, বরং সবসময়ই এরকম অনুভব হতে পারে। মূলত পাকস্থলির খাবার ও এসিড মাঝেমধ্যে শ্বাসনালী দিয়ে উপরে অর্থাৎ গলায় উঠে আসে একে এসিড রিফ্লাক্স বলা হয়।

এই রিফ্লাক্সের কারণেই গলায় কিছু আটকে থাকার অনুভূতি, গলার স্বর বসে যাওয়া এবং শুকনো কাশি হতে পারে। রিফ্লাক্স মানে হচ্ছে উল্টা প্রবাহ। এসিডিটির কারণে রিফ্লাক্স হলেও অনেকেই এসিডিটির বুকজ্বলা বা হজমের কোনো সমস্যা টের পান না। এর কারণ হিসেবে বলা হয়, যে পদার্থগুলোর রিফ্লাক্স হয় তারা খাদ্যনালিতে বেশিক্ষণ থাকে না ফলে পাকস্থলির এসিডও খাদ্যনালিতে সমস্যা করতে পারে না।

এজন্য গলার মধ্যে চাকার মতো কিছু বোধ হয়। এটি কোনো জটিল সমস্যা নয়। তবে অনেকদিন ধরে গলার স্বর বসা থাকলে, সবসময়ই গলায় কিছু আটকে থাকার অনুভূতি হলে, বার বার গলা পরিষ্কার করা বা কাশি হলে, ঢোক গিলতে অসুবিধা হলে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে।

টি/শা 

Leave a Comment