যেসব শারিরীক ব্যথা আপনার মানসিক অবস্থার সাথে সম্পর্কিত

  • কামরুন নাহার স্মৃতি
  • জুন ২৩, ২০১৯

অতিরিক্ত চিন্তা থেকে মানসিক চাপের সৃষ্টি হয় একথা আমরা প্রায় সবাই জানি। কিন্তু অনেকেই জানেন না মানসিক চাপ সৃষ্টি হলে আপনার শরীরে কিছু কিছু ব্যথা অনুভব হয়৷ কিছু কিছু ব্যথা সরাসরি মানসিক চাপের কারণেই হয়ে থাকে

- অতিরিক্ত কাজের চাপ কিংবা গুরুদায়িত্ব মাথার উপর থাকলে বেশিরভাগ মানুষই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তখন মানসিক চাপের জন্য কাঁধে ব্যথার সৃষ্টি হয়।

- অন্যের উপর খুব বেশি নির্ভর করা মানুষ যখন প্রয়োজনীয় সাহায্য কারো কাছে না পায় তখন মানসিকভাবে ভেঙে পড়ে এবং পিঠে ব্যথা অনুভব হয়।

- টাকা, পয়সা, মান-সম্মান নিয়ে অতিরিক্ত চিন্তার ফলে কোমরে ব্যথা হয়, যা আপনাকে মনে করিয়ে দিবে আপনি চিন্তিত।

- বেশিরভাগ মানুষ আছে যারা পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারেন না, তারা পরিবর্তনকে ভালো চোখে দেখেন না। তাদের কনুইয়ে ব্যথা হয়।

- অনেক মানুষ আছে যারা নতুন কারো সাথে পরিচিত হতে, বন্ধু হতে, সহকর্মীদের সাথে আড্ডা বা খাওয়ায় কিংবা অপরিচিত কারো পরিচিত হতে ভয় পায় তাদের হাতে ব্যথা দেখা যায়।

- কিছু মানুষ যে জায়গায় নিজেকে মানিয়ে নেন, সে জায়গা ছেড়ে যেতে ভয় পান, তাদের নিতম্বে ব্যথা হয়।

- যাদের অহংকার বেশি, অন্যদের তুলনায় নিজেকে উঁচু মনের ভাবেন কিংবা অন্যদের মূল্য দিতে চান না তাদের হাঁটুতে ব্যথা হয়।তবে বিভিন্ন কারণেই শরীরে ব্যথা হতে পারে। মানসিক সমস্যার কারণে এই ব্যথা গুলো সৃষ্টি হয়।

কেএস/

Leave a Comment