জন্মের পরপরই শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব

  • তাসফিয়া আমিন
  • জুলাই ৯, ২০১৯

শিশুর জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই। গবেষনায় দেখা গিয়েছে যে, জন্মের ১ ঘন্টার মধ্যে শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ালে নবজাতকের মৃত্যূহার শতকরা ৩১ ভাগ কমানো যায়। তাই জন্মের সাথে সাথে শিশুকে মায়ের দুধ খাওয়ানো শুরু করতে হবে। শিশু জন্মের পর প্রথম ১ ঘন্টা সময় খুবই গুরুত্বপূর্ণ কেননাঃ-

- জন্মের পর প্রথম ১ ঘন্টা শিশুর চোষন ক্ষমতা খুবই সক্রিয় এবং স্পর্শকাতর থাকে, ফলে শিশু সক্রিয়ভাবে মায়ের দুধ চুষতে পারে।

- এসময় ঠিকভাবে বাচ্চাকে মায়ের বুকে লাগালে বাচ্চা যত চুষবে, মায়ের বুকে তত তাড়াতাড়ি দুধ নামবে।

- শিশু মায়ের দুধ চোষার ফলে মায়ের অক্সিটোসিন হরমোন নির্গত হয় যা-

- জরায়ুর সংকোচন ঘটায় এবং দ্রুত গর্ভফুল পড়তে সহায়তা করে, ফলে প্রসব পরবর্তী রক্তক্ষরণ হ্রাস পায়।

- অনান্য হরমোনকে উদ্দীপ্ত করে যার ফলে মা শান্ত, অবসাদমুক্ত থাকে।

- শিশু ও মায়ের মধ্যে ভালবাসার বন্ধন দৃঢ় হয়।

টি/শা 

Leave a Comment