শালদুধ বাচ্চার প্রথম টিকা

  • তাসফিয়া আমিন
  • জুলাই ৯, ২০১৯

শাল দুধ কি? সন্তান প্রসবের পর মায়ের বুকে প্রথম যে দুধ আসে সেটাই শালদুধ। শালদুধ হালকা হলুদ, ঘন আঠালো এবং পরিমানে কম হয়। বাচ্চাকে কেনো শালদুধ দেবেন?

১৷ শালদুধ রোগ প্রতিরোধকারী জীবন্ত কোষ, এন্টিবডি ও অন্যান্য আমিষ, ভিটামিন, মিনারেলস সমৃদ্ধ। এটি শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে৷

২। শালদুধ শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও বিভিন্ন সংক্রামক রোগ থেকে শিশুকে রক্ষা করে।

৩। এতে প্রচুর আমিষ, ভিটামিন ও খনিজ লবণ থাকে। আরো রয়েছে আই জি-এ নামক এক ধরনের ইমিউনোগ্লোবিউলিন যা অনেক রোগের বিরুদ্ধে কাজ করে।

৪। শিশুর পরিপাকতন্ত্রকে উদ্দীপ্ত করে যাতে অন্ত্র থেকে শিশুর প্রথম কালো পায়খানা (মেকোনিয়াম) বের হয়ে যায়। ফলে শিশুর জন্ডিসের সম্ভাবনা কমে।

৫। শালদুধ পরিমাণে কম হলেও উচ্চ পুষ্টিমান সম্পন্ন হওয়ায় শিশু জন্মের প্রথম ৩ দিনের জন্য শালদুধই যথেষ্ট। কেননা জন্মের পর থেকে ২ দিন পর্যন্ত বাচ্চার পাকস্থলীর আকার ছোট মার্বেলের সমান থাকে।

টি/শা 

Leave a Comment