ক্যাঙ্গারু মাদার কেয়ার

  • তাসফিয়া আমিন
  • জুলাই ৯, ২০১৯

১৯৭০ সালের শেষের দিকে বাগোটা, কলম্বিয়াতে অপরিণত শিশুদের মৃত্যুর হার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ক্যাঙ্গারু মাদার কেয়ার ধারণার জন্ম হয়। সেখানে শতকরা প্রায় ৭০ ভাগ অপরিণত শিশু মারা গিয়েছিল। ১৯৭৮ সালে ড. এডগার রে সানাব্রিয়া, কলম্বিয়ার বোগোটাতে ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতি শুরু করেন।

ক্যাঙ্গারু মাদার কেয়ার কি? ক্যাঙ্গারু মাদার কেয়ার হলো সময়ের পূর্বে (৩৭ সপ্তাহের পূর্বে) ও সল্প ওজন (২৫০০গ্রাম এর নিচে) নিয়ে জন্মগ্রহণকারী শিশুদের যত্নে মায়ের ত্বকের সাথে শিশুর ত্বকের সংস্পর্শে রাখার একটি পদ্ধতি। এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলোঃ

১. এই পদ্ধতিতে মায়ের ত্বকের সাথে শিশুর ত্বকের সংস্পর্শের মাধ্যমে শিশুর শরীরের তাপমাত্রা ঠিক থাকে।

২. শিশুর শ্বাস-প্রশ্বাস ও হৃদযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখার ক্ষেত্রে সহায়তা করে।

৩. শিশু ও মায়ের সম্পর্ক স্থাপনে সহায়তা করে।

শিশুর উপকারীতাঃ

১. শিশুর শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখে। শিশু নিজ দেহের ক্যালরি ক্ষয় না করে মায়ের শরীরের তাপে শরীরকে গরম রাখে ফলে ক্যালরি সংরক্ষিত হয় এবং ওজন দ্রুত বাড়ে।

২. ক্যাঙ্গারু মাদার কেয়ার এর ফলে বাচ্চার রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক থাকে। হাইপোথারমিয়া, হাইপো গ্লাইসেমিয়া, সেপসিস ইত্যাদি হ্রাস পায়।

৩. সংক্রমন থেকে রক্ষা করে। যেমনঃ নিউমোনিয়া, সর্দিকাশি, ডায়রিয়া ইত্যাদি।

৪. শিশুকে পরিবেশের সাথে খাপ খাওয়াতে সাহায্য করে।

টি/শা 

Leave a Comment