মেদ বা ভুঁড়ির কারণে যেসব রোগ হতে পারে

  • তাসফিয়া আমিন
  • জুলাই ১২, ২০১৯

অবাঞ্চিত ভুঁড়ি শুধু শরীরের সৌন্দর্যই নষ্ট করে না, বিজ্ঞানীদের ভাষায় ভুঁড়ি মোটামুটিভাবে একার দায়িত্বেই জীবনের ঝুঁকি বাড়িয়ে আয়ু কমিয়ে দিতে পারে। এই ভুঁড়ির কারণেই নানা ধরনের রোগ শরীরে বাসা বাঁধতে পারে। যেমনঃ

- উচ্চরক্তচাপ, হৃদরোগ।

- আর্থ্রাইটিস, গেঁটে বাত, কার্টিলেজ লিগামেন্টের ক্ষয় দেখা দেয়।

- অতিরিক্ত চর্বির কারণে পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে।

- শ্বাসকষ্ট হওয়ার প্রবণতা দেখা দিতে পারে।

- স্লিপ এপেনিয়াতে ভোগার সম্ভাবনা থাকে।

- ডায়াবেটিস হতে পারে।

- পুরুষের শুক্রাণু কমে যেতে পারে, মহিলাদের পিরিয়ড অনিয়মিত হতে পারে। পেটের মেদের সঙ্গে যেহেতু লিভার, কিডনি ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের যোগাযোগ আছে তাই এটি শরীরে বড়সড় বিপদ ডেকে আনতে পারে।

টি/শা 

Leave a Comment