ক্রায়োসার্জারির মাধ্যমে তিল, আচিল তুলে ফেলা সম্ভব

  • তাসফিয়া আমিন
  • জুলাই ১২, ২০১৯

ক্রায়োসার্জারি হল একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অতিরিক্ত নিন্ম তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক, ক্ষতিকর এবং রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। ক্রায়োথেরাপি বা ক্রায়োবোলেশন নামেও পরিচিত এই চিকিৎসা পদ্ধতি। ক্রায়োসার্জারি কিসে ব্যবহৃত হয়?

১. ত্বকের উপরিভাগের ছোট টিউমার, তিল, আচিল, মেছতা, ত্বকের ক্যান্সার চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়৷

২. ক্রায়োসার্জারি দ্বারা শরীরের অভ্যন্তরীণ কিছু রোগ যেমন - লিভার ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার, পাইলস ক্যান্সার, স্তন ক্যান্সার ইত্যাদির চিকিৎসাও করা হয় ৷

৩. Planter Fasciitis এবং Fibroma নামক রোগ ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়।

সুবিধাসমূহঃ

- ক্রায়োসার্জারির সুবিধা হলো এটি বারবার করা যায়।

- এটি অপারেশনের চেয়ে কম ব্যাথাযুক্ত এবং তা ব্যাথা, রক্তক্ষরণ এবং অস্ত্রোপচারের অন্যান্য জটিলতা কমিয়ে আনে।

- ক্রায়োসার্জারি অন্যান্য চিকিৎসার চেয়ে কম খরচে করা যায়।

টি/শা

Leave a Comment