অজ্ঞান হওয়া! হৃদরোগের সংকেত হতে পারে

  • তাসফিয়া আমিন
  • জুলাই ১২, ২০১৯

জ্ঞান হারানো বা মূর্চ্ছা যাওয়া এমন এক ঘটনা যার অভিজ্ঞতা সাধারনভাবে অনেকেরই কমবেশি আছে। মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হয়ে আসা, ভারসাম্যহীনতা, চারদিক অন্ধকার হয়ে যাওয়ার মতো সাধারণ অনুভূতি এবং ক্ষণস্থায়ীভাবে চেতনা হারানো -এইগুলো হলো অজ্ঞান হওয়ার উপসর্গ। কিছু কিছু ক্ষেত্রে এই অজ্ঞান হয়ে যাওয়া খুবই আশঙ্কাজনক।

সাধারণ অজ্ঞান হওয়ার ঘটনাগুলোও গুরুতর এবং অপ্রীতিকর আঘাতের সৃষ্টি করতে পারে। এমনকি অজ্ঞান হয়ে যাওয়া কোনো জটিল হৃদরোগের সতর্কবার্তা হতে পারে। শিশু থেকে বয়স্ক সমস্ত মানুষের ক্ষেত্রে অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে, তবে বয়সের উপর নির্ভর করে এর কারণগুলো পরিবর্তিত হয়। সতর্কতামূলক লক্ষনগুলো হলো, বুক ধরফর করা, মাথা চক্রাকারে ঘোরা, তাই অজ্ঞান হয়ে যাওয়াকে কখনো অবহেলা করবেন না।

টি/শা

Leave a Comment