যেভাবে প্রতিরোধ করতে পারেন ডেঙ্গুজ্বর

  • কামরুন নাহার স্মৃতি
  • জুলাই ২৪, ২০১৯

ডেঙ্গুজ্বরের কোন ভ্যাক্সিন নেই। ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে কাজ করে এমন ভ্যাক্সিন আবিষ্কৃত হয়নি। সেজন্য ডেঙ্গুজ্বর প্রতিরোধের জন্য এডিস মশার বিস্তার রোধ এবং মশা যেন কামড়াতে না পারে, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এডিস মশা অভিজাত এলাকায় বড় বড় সুন্দর দালান কোঠায় বাস করে। ময়লা দুর্গন্ধযুক্ত ড্রেনের পানিতে এরক বাস করে না। এরা স্বচ্ছ পরিষ্কার পানিতে এ মশা ডিম পাড়ে। তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা ডিম পাড়তে পারে এমন স্থানগুলো পরিষ্কার রাখতে হবে। সেই সাথে মশক নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গুজ্বর থেকে বাঁচতে নিজেদের সতর্ক হতে হবে এবং এডিস মশা প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে।

এডিস মশা মূলত দিনের বেলায়, সকাল ও সন্ধ্যায় কামড়ায়। রাতে উজ্জ্বল আলোতেও কামড়ায়। তাই দিনের বেলা যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে হবে। বাচ্চাদের ফুলপ্যান্ট কিংবা পায়জামা পরানো যেতে পারে। দিনে এবং রাতে মশারি ব্যবহার করতে হবে। প্রয়োজনে স্প্রে, লোশন বা ক্রিম, কয়েল, ম্যাট ব্যবহার করা যেতে পারে।

কেএস/

Leave a Comment