এডিস মশার থেকে বাঁচতে জানুন

  • কামরুন নাহার স্মৃতি
  • আগস্ট ৫, ২০১৯

বর্ষার সময়টাতে এডিস মশা উপদ্রব বাড়ে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশা। ঢাকায় ডেঙ্গুর আতঙ্কে ভুগছে শহরবাসী। ভয় নয়, জেনে নিন এডিস মশার কামড় থেকে নিজেকে রক্ষা করবেনে কিভাবে

এডিস মশার পায়ে সাদা-কালো ডোরাকাটা দাগ থাকে। দিনে এ মশা কামড়ায়। সেজন্য বাড়িতে আপনি মশারিতে নিরাপদ থাকলেও রাস্তায় আড্ডা কিংবা চা খাওয়া বা জ্যামে আটকে থাকার সময়ও এডিস মশা কামড়ানোর সম্ভাবনা থাকে।

এডিস মশার কামড় থেকে বাঁচতে চাইলে আশেপাশে কোথাও পানি জমতে দিবেন না। ফুলের টব, বালতি কিংবা অন্য কোথাও যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখুন। মশারি টাঙিয়ে ঘুমানোর অভ্যাস করুন। রাতে এডিস মশা কামড়ায় না ঠিকই কিন্তু ভোর থেকে কামড়ানো শুরু করে। জানালাতে নেট ব্যবহার করতে পারেন বাড়িতে। মশা থেকে নিরাপদ থাকবেন তাহলে। বাহিরে কিন্তু মশা কামড়ায় সবচেয়ে বেশি। তাই বাহিরে বেরুনোর সময় ভালো মানের মসকুইটো রিপিলেন্ট ব্যবহার করুন।

ঘরে বিশেষ গাছ মশা দূরে রাখতে পারে। যেমন - পুদিনা, লেমন গ্রাস, রসুন গাছ, রোজমেরি ও গাঁদা ফুল।

সূত্র : হেলথলাইন

কেএস/

Leave a Comment