দাঁতের ব্যথা কমানোর উপায়

  • কবিতা আক্তার
  • আগস্ট ৭, ২০১৯

দাঁত ব্যথা হলে ঘরোয়া উপায়েই কমাতে পারবেন। আসুন দেখে নেই কিভাবে ঘরোয়া উপায়ে আমরা দাঁত ব্যথা কমাতে পারি

১. দাঁত ব্যথা হলে গরম পানিতে কুলি করতে থাকুন যতক্ষণ সম্ভব হয়। দেখবেন ধীরেধীরে দাঁত ব্যথা কমে গেছে।

২. ভ্যানিলা পানিতে ভিজিয়ে তুলার সাহায্যে তা দাঁতে ধরে রাখুন। ব্যথা কমে যাবে।

৩. আপেল সাইডার ভিনেগার তুলার সাহায্যে দাঁতে লাগালে ব্যথা কমে।

৪. ব্যথায় আক্রান্ত দাঁত দিয়ে একটুকরো আদা চিবোতে থাকুন। ব্যথা আস্তে আস্তে কমে যাবে।

৫. রসুন থেতলিয়ে লবণ দিয়ে দাঁতের গোড়ায় ধরে রাখুন কিছুক্ষণ। ব্যথা সেড়ে যাবে।

৬. দাঁত ব্যথায় সাময়িক আরাম পেতে চায়ের লিকার চিবিয়ে নিতে পারেন।

৭. সরিষার তেলের সাথে এক চিমটি লবণ মিশিয়ে আক্রান্ত দাঁতে লাগালে ব্যথা তাড়াতাড়ি সাড়ে।

৮. কয়েক ফোঁটা লেবুর রস ব্যথাযুক্ত দাঁতে লাগান। ব্যথা কমে যাবে।

৯. আক্রান্ত দাঁতে এক টুকরো কাঁচা পেয়াজ আস্তে আস্তে ঘষুন অথবা রেখে দিন, ব্যথা কমে যাবে। দাঁতের ব্যথা থেকে বাঁচতে প্রতিদিন দুইবার দাঁত ব্রাশ করুন।

কেএস/

 

Leave a Comment