প্রাউড সিনড্রোম

  • ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল
  • আগস্ট ৭, ২০১৯

এই সিনড্রোমের আরও কিছু নাম আছে। স্নায়ুতন্ত্রে সমস্যা দেখা যায় এই বিরল এই সিনড্রোমে । আমাদের ব্রেনের করপাস ক্যালসাম বলে গুরুত্বপূর্ণ এক অংশ আছে। প্রাউড সিনড্রোমে এই করপাস ক্যালসাম তৈরি হয়না। আক্রান্তদের স্বাভাবিক বাচ্চার মতো বুদ্ধিমত্তাও থাকেনা। যৌনাঙ্গের গঠনেও ত্রুটি থাকে।

প্রাউড সিনড্রোমে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এর মধ্যে আছেঃ

১। বুদ্ধিমত্তা কম থাকে

২। মাথা ছোট থাকতে পারে

৩। টেস্টিস বা অণ্ডকোষ পেটের ভেতর থাকে অনেক সময়

৪। কিডনিতে সমস্যা দেখা দেয়

৫। মুখের গড়ন স্বাভাবিক থাকেনা

৬। প্রস্রাবের রাস্তা লিঙ্গের মাথায় না থেকে নিচের দিকে থাকতে পারে

৭। খিঁচুনি

৮। মাংসপেশি শক্ত হয়ে যাওয়া ইত্যাদি

ছেলেদের এই সিনড্রোম বেশি হয়। তবে মেয়েদেরও হতে পারে।কিন্তু মেয়েদের ক্ষেত্রে উপসর্গ কম থাকে।

বিরল এসব সিনড্রোম ডায়াগনোসিস কঠিন । কারণ এসব রোগ তেমন একটা দেখা যায়না । তবে বিশ্বায়নের ফলে সারা পৃথিবীতে মানুষের চলাচল বেড়েছে । তাই এসব রোগের কথা মানুষ জানতে পারছে। জেনেটিক টেস্ট করে শতভাগ এই রোগ ডায়াগনোসিস করা যায়।

প্রাউড সিনড্রোমের সুনির্দিষ্ট চিকিৎসা নেই। লক্ষনভিত্তিক চিকিৎসা করা হয়। খিঁচুনি কমানোর ওষুধ দেয়া হয়। মাংসপেশি শিথিল করার ওষুধ দেয়া হয়। অপারেশন লাগতে পারে অনেক ক্ষেত্রে। বুদ্ধিমত্তা কম থাকে বলে বিশেষ ধরণের শিক্ষার ব্যাবস্থা করতে হয়।

কেএস/

 

 

Leave a Comment