কিডনি সুস্থ রাখতে হলে আপনাকে জানতে হবে করণীয়

  • কবিতা আক্তার
  • আগস্ট ৯, ২০১৯

প্রথমে আপনাকে জানতে হবে আপনার কিডনি সুস্থ আছে কি না, তারপর তার ওপর নির্ভর করবে আপনার বাকি জীবনের কর্মতৎপরতা ও সুস্থতা। তাই আমাদের কিডনি সুস্থ রাখতে হলে জানতে হবে করণীয়

বৃটেনের এক স্বাস্থ্য জরিপে বলা হয়েছে, জনপ্রতি ৬জন ও ৫জন মানুষ চিকিৎসকের এই মনোভাবের ওপর বিশ্বাস রেখেছে। সময়মত চিকিৎসা ও যত্ন নিলে প্রতি ৪জনে ৩জন সুস্থ জীবনের অধিকারী হতে পারে। প্রতিদিন পর্যাপ্ত পানি ও ফলমূলের রস পান করা নিজেকে সুস্থ রাখার গুরুত্বপূর্ণ উপায়। নিয়মিত মূত্র ও রক্ত পরীক্ষা করাতে হবে, জানান কিডনি বিশেষজ্ঞ ড. মার্ক থমাস।

বৃটিশ ন্যাশনাল ইন্সটিটিউট ফর হেলথ কেয়ার এক্সেলেন্স জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করে বৃটেনে প্রায় ১২হাজার কিডনি রোগী সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছে। টাকা পয়সার অপচয় থেকে রক্ষা পেয়েছে কয়েককোটি পাউন্ড।

কেএস/

Leave a Comment