দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে পাইলস্ হবেই

  • তাসফিয়া আমিন
  • আগস্ট ১১, ২০১৯

দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে পাইলস হবেই। মলত্যাগের সময়ে অস্বাভাবিক চাপ বা স্ট্রেন হলে, যন্ত্রণা হলে কোষ্ঠকাঠিন্য বলেই মনে করা হয়। কোষ্ঠকাঠিন্য অনেক কারণেই হয়ে থাকে যেমন খাদ্যে ফাইবার উপাদান কম থাকলে, তরল কম খেলে, প্যারালাইজড হলে ইত্যাদি কারণে। এছাড়া হাইপোথাইরয়েডে, দেহে পটাশিয়াম কমে গেলে, পায়ুপথের স্ফিংটার বা মাংসপেশি শিথিল হলেও এই সমস্যা দেখা দিতে পারে। অনেকদিক থেকে কোষ্ঠকাঠিন্য হলে পায়খানার রাস্তার নালিগুলো ফুলে যায়। নালিগুলোর গা চিরে যায়, রক্ত পড়ে, অনেক সময় বাইরে ঝুলে পড়ে। রোগী ম্যানুয়ালি হাত দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়। ঠিকমতো চিকিৎসা না হলে মাংসপেশি বাইরে বেরিয়ে থাকে, রক্তপাত হয়। তবে পায়খানার সাথে রক্ত মানেই কিন্তু পাইলস নয়। ফিসার, ক্যান্সার, রক্ত আমাশয়, অন্ত্রে আঁচিল ইত্যাদি রোগেও পায়খানার সাথে রক্ত পড়ে। তাই দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খেতে হবে। পাইলসের ঔষধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো নিয়ম মেনে চলতে হবেঃ শাকসবজি খাওয়া, ফল নিয়মিত খাওয়া, পানি বেশি খাওয়া অত্যাবশ্যক। এছাড়াও ফাইবার যুক্ত খাবার বেশি খেতে হবে।

টি/শা 

Leave a Comment