অন্ত্রের ক্যান্সার ঝুঁকি বাড়ে মুখের ব্যাকটেরিয়ায়

  • কবিতা আক্তার
  • আগস্ট ১৫, ২০১৯

মুখের ব্যাকটেরিয়া দেহের ভেতরের সংক্রামক জীবাণু সৃষ্টির সাথে সাথে অন্ত্রে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। মার্কিন গবেষণায় এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞানীদের মতে, প্রায় সবসময়ই মানুষের মুখে ফুসোব্যাকটেরিয়া পাওয়া যায়। এটিই সক্রিয় সংক্রামক জীবাণু সৃষ্টি করে এবং ক্যান্সার বৃদ্ধি সহায়ক জিনগুলোকে সক্রিয় করে তোলে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ব্যাকটেরিয়ার সাথে খাদ্যনালীর নিচের অংশ বৃহদান্ত এবং মলাশয়ের ক্যান্সার সৃষ্টি করে থাকে। তবে টিউমারের বৃদ্ধির সাথে এটি সরাসরি যুক্ত এটা অনেকেরই জানা ছিল না। এই জানাতে চিকিৎসা সহজ হবে বলে আশা করা যায়।

বিশেষজ্ঞরা আশাবাদ ব্যক্ত করেন, এ আবিষ্কারের ফলে রোগনির্ণয় আগের তুলনায় সহজ হবে এবং সে অনুযায়ী চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

কেএস/

Leave a Comment