আমাশয়ের লক্ষণ ও চিকিৎসা জানুন

  • কামরুন নাহার স্মৃতি
  • আগস্ট ১৭, ২০১৯

আমাশয়ের লক্ষণ তলপেটে মোচড়ানো পাতলা পায়খানার সাথে মিউকাস অথবা রক্ত আসা, জ্বর জ্বর ভাব, জিহ্বা বিস্বাদ হয়ে যাওয়া, নিদ্রাহীনতা, মাথা ব্যথা, বারবার তৃষ্ণা পাওয়া, জিহ্বা লাল হয়ে যাওয়া, নাড়ির গতি ধীর হয়ে যাওয়া, জোরে জোরে শ্বাস নেওয়া, বমি বমি ভাব, দূর্বলতা দেখা দেওয়া।

আমাশয়ের সবচেয়ে সহজ চিকিৎসায় ব্যবহার হয় ভেষজ।
কুড়চি : ১০-২০ গ্রাম ছাল ৩-৪ কাপ পানিতে সেদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে খেলে আরাম পাওয়া যায়।

থানকুনি : দৈনিক ২-৩ গ্রাম থানকুনি চিনিসহ ২-৩ বার সেব্য।

কচিবেল : ৬ ঘন্টা পরপর ২-৫ গ্রাম কাঁচা বেল শ্বাস ঠান্ডা পানিসহ খেলে আরোগ্য পাওয়া যায়।

কাঁচাকলা : পরিমাণমতো কাঁচাকলা ভর্তা বা তরকারি বানিয়ে খেলে উপকার হয়।

কেএস/

Leave a Comment