নীল শিশু বা ব্লু বেবি

  • তাসফিয়া আমিন
  • আগস্ট ২৪, ২০১৯

ব্লু বেবি মানে এমন একটি শিশু, যে শিশুর ঠোঁট, মুখের ভিতরের অংশ, জিভ নীল থাকে, লাল হওয়ার পরিবর্তে। সদ্যোজাতদের ক্ষেত্রে মনে রাখতে হবে, হাত-পায়ের আঙুলের ডগা বা নখের নিচের অংশ নীল হতে পারে। নীল ভাব প্রকটও হতে পারে আবার হালকাও হতে পারে। শিশুরা নীল হয়ে যায় রক্তে অক্সিজেনের পরিমাণ কম হলে।

দেহের দূষিত রক্ত অক্সিজেনের অভাবে বা কার্বন ডাই অক্সাইডের আধিক্যে নীলচে হয়ে যায়। তাকে সায়ানোসিস বলে। আবার যদি শিশুর ঠোঁট, জিভ লাল থাকে তাকে ব্লু বলা যাবে না। ব্লু বেবির কারণ হলো জন্মগত জটিল হৃদরোগ। সাত থেকে দশ দিন বয়সের শিশুদের মধ্যে প্রথম এই লক্ষণ প্রকাশ পায়। ব্লু বেবিদের খুব দ্রুত উন্নততর চিকিৎসা প্রদান করতে হয়। শিশুর শরীরের তাপমাত্রা, ব্লাড প্রেশার, দেহে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে হবে।

টি/শা 

Leave a Comment