কিডনি প্রতিস্থাপনের পর মহিলা প্রেগন্যান্ট হতে পারে?

  • তাসফিয়া আমিন
  • আগস্ট ২৫, ২০১৯
প্রশ্নঃ কিডনি প্রতিস্থাপনের পর কি একজন মহিলা প্রেগন্যান্ট হতে পারে?
 
উত্তরঃ অবশ্যই পারে। কিডনি প্রতিস্থাপনের পর কিডনি যাতে ঠিকমতো কাজ করে সে জন্য ২-৩ ধরনের ঔষধ নিয়মিত খেতে হয়। সেটা কখনোই বন্ধ করা যায় না। সেগুলোর একটু পার্শ্বপ্রতিক্রিয়া পড়তে পারে প্রেগ্ন্যাসির উপর। তাই এক্ষেত্রে নিয়মিত চিকিৎসকের চেকাপে থাকা প্রয়োজন। কিডনি প্রতিস্থাপনের পর অনেকেই প্রেগন্যান্ট হোন এবং তাদের সন্তানও সুস্থভাবে জন্মায়। কিন্তু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া গুলোর উপর নজর রাখা জরুরী।
কেএস/

Leave a Comment