শিশুর বধিরতা বা কানে না শোনা রোগের কারণ

  • তাসফিয়া আমিন
  • আগস্ট ২৫, ২০১৯

কথা বলতে শেখার আগেই শিশুর বধির হয়ে যাওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে জন্মগত কারণ। যেমনঃ
- গর্ভবতী মায়ের ডায়বেটিস
- রুবেলা সংক্রমণ
- সাইটোমেগালো ভাইরাস সংক্রমণ
- হার্পিস সিমপ্লেক্স ভাইরাস সংক্রমণ
- সিফিলিস, টক্সিমিয়া
- অটোটক্সিক ঔষধ সেবন
- অত্যাধিক এলকোহল সেবন
- রক্তে আর এইচ ফ্যাক্টরে অসামঞ্জস্য ইত্যাদি
অথবা প্রি ম্যাচিয়র বা সময়ের পূর্বে শিশুর জন্ম, জন্মের স্কময় ওজন ১.৫০ গ্রামের কম, জন্ম মাত্র অক্সিজেনের অভাব, জন্মের পর অত্যধিক আওয়াজের মধ্যে থাকা, জন্মের সময় আঘাত বা জন্মগত জন্ডিস বা জন্মের পর কোনো সংক্রমণ যেমনঃ মাম্পস, হাম, মেনিনজাইটিস ইত্যাদি।
সম্ভাব্য কারণগুলো জানা থাকলে সময়মতো সতর্কতা নেওয়া যায়। আবার গর্ভাবস্থায় এমন অসুবিধায় আক্রান্ত মায়েদের অথবা জন্মমাত্র আক্রান্ত শিশুদের হাই রিস্ক হিসেবে চিহ্নিত করে রাখা যায় যাতে জন্মের সাথে সাথেই নবজাতককে পরীক্ষা করে নেওয়া যেতে পারে।

কেএস/

Leave a Comment