কানের পুঁজ ও ব্যথা

  • কবিতা আক্তার
  • সেপ্টেম্বর ৭, ২০১৯

কানের সমসায় অনেকে কষ্ট ভোগ করেন অনেকেই। কান থেকে পুঁজ পড়ে, পানি ঢুকে কানে ব্যথা করে এবং কান পাকা রোগ হয়ে থাকে। এতে করে ভোগ করতে অনেক যন্ত্রনা।

কান পাকা রোগটি বিভিন্ন কারণে হয় ছেলেমেয়েদের অপুষ্টি, দারিদ্রতা, স্বাস্থ্যশিক্ষার অভাব, সাস্থ্য সচেতনতার অভাব ইতাদি । বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এই রোগ ব্যাপক।

কানের রোগের লক্ষণগুলোঃ

- কানে তুলনামূলকভাবে কম শোনা,
- কান দিয়ে পুঁজ পড়া ও পানি পড়া,
- কানে শোঁ শোঁ ,
- ভোঁ ভোঁ আওয়াজ করা,
- মাথা ঘোড়াঁনো ইতাদি।

কান পাকা রোগটি সব বয়সেই হতে পারে এবং নারী পুরুষ উভয়ই এ রোগে আক্রান্ত হতে পারে। কিন্তু শহরের তুলনায় গ্রামে এই রোগ বেশি দেখা যায়। কানে পানি পড়া বা পুঁজ পড়া বড়দের তুলনায় শিশুদের মধ্যে বেশি দেখা যায়। অসাবধানতায় কানে পানি ঢুকে যাওয়া, কানে কিছু দিয়ে আঘাত পাওয়া কিংবা কানে ক্ষতের সৃষ্টি হলে কান ব্যথা দেখা যায়।

কেএস/

Leave a Comment