মাড়ি থেকে রক্তপড়া এবং মুখের দূর্গন্ধ

  • কবিতা আক্তার
  • সেপ্টেম্বর ১১, ২০১৯
মুখের দূর্গন্ধ প্রায়শই অফিস, বাসা, বন্ধুদের আড্ডা, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা কিংবা অন্য কোথাও মন খুলে কথা বলাতে বাঁধা হয়ে দাঁড়ায়। মুখের দূর্গন্ধের জন্য প্রায়ই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় এমন অনেকেই আছেন।
 
আবার অনেক সময় দেখা যায় থুথু ফেললে, ব্রাশ করার সময় কিংবা মুখে কিছু দিয়ে খোচা লাগলে মাড়ি থেকে রক্ত পড়ে। সাধারণত ডেন্টাল প্লাক, কেলকুলাস, জিনজিভাইটিস এই তিন কারণে মাড়ি থেকে রক্ত পড়া এবং মুখের দূর্গন্ধের সমস্যা হয়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে দাঁত পরিষ্কার রাখতে হবে এবং ঔষধ খেতে হবে। এছাড়া ভিটামিন সি খেতে হবে। ঠিকমতো চিকিৎসা করলে দুই সপ্তাহেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
 
কেএস/

Leave a Comment