অপ্রয়োজনে ঘন ঘন এক্সরে করা থেকে দূরে থাকুন

  • কবিতা আক্তার
  • সেপ্টেম্বর ১৭, ২০১৯

এক্সরে নিয়ে অনেক মানুষের মধ্যে ভুল ধারনা আছে এটা অবশ্য শহরের চেয়ে গ্রামের মানুষের মধ্যে বেশি দেখা যায়। আপনার এক্সরে সম্পর্কে সুস্পষ্ট ধারনা থাকা প্রয়োজন। প্রথমত কত দিন পর পর এক্সরে করলে ঝুঁকি থাকে না এবং এক্সরে করা নিরাপদ কি না?

সাধারণত দুই মাস পর পর এক্সরে করলে খুব একটা ঝুঁকি থাকে না। তবে খুব বেশি প্রয়োজন না হলে ছয়মাস পর পর এক্সরে করুন, এতে আপনার এক্সরে নিয়ে কোন ঝুঁকি থাকবে না। বছরে ৪/৫ টা এক্সরে করা যেতে পারে।

রেডিয়েশনের ভয়ে অনেকে মাথার এক্সরে করাতে রাজি হন না। অনেকসময় জটিল ও কঠিন সমস্যার জন্য চিকিৎসকরা ঘন ঘন এক্সরে দেন, এক্ষেত্রে রেডিয়েশনের কথা মাথায় রাখলেও চলে না। কারণ এক্সরে না করলে চিকিৎসক তার চিকিৎসা খুব বেশি একটা এগিয়ে নিতে পারেন না। অতিমাত্রায় রেডিয়েশন ক্যান্সারের নিয়ামক ও সহায়ক হিসেবে কাজ করে।

কেএস/

Leave a Comment