গরমে হতে পারে হিট স্ট্রোক

  • কবিতা আক্তার
  • সেপ্টেম্বর ১৭, ২০১৯

গরম প্রতিবছর বেড়েই চলছে। কিন্তু মানবদেহে অভ্যন্তরীণভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়ে থাকে। বাহিরের চারপাশের অতিরিক্ত তাপমাত্রা বেড়ে গেলেও শরীর চেষ্টা করে ভারসাম্য বজায় রাখতে। সেই সময় শরীর ঘামতে শুরু হয়। ঘাম আস্তে আস্তে শরীর ঠান্ডা করে। কিন্তু শরীরে যথেষ্ট পানি না থাকলে সমস্যা হয়। সেক্ষেত্রে তাপমাত্রা বেড়ে গেলে শরীর গরম হতে থাকে আর এ থেকেই হতে পারে হিট স্ট্রোক।

শিশু ও বৃদ্ধদের হিট স্ট্রোক বেশি হয়। কারণ শিশু ও বৃদ্ধদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা কম থাকে। অতিরিক্ত পরিশ্রম এবং অনেকক্ষণ রোগে দাঁড়িয়ে থাকলেও হিট স্ট্রোক হতে পারে। আবার অনেকসময় মোটা মানুষরা অতিরিক্ত কাজ কিংবা গরমের মধ্যে থাকলে তাদের হিট স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে।

কেএস/

Leave a Comment