বাচ্চার বয়স ১ মাস। হালকা সর্দি-কাশি হচ্ছে

  • তাসফিয়া আমিন
  • সেপ্টেম্বর ২০, ২০১৯

প্রশ্নঃ আপু, আমার বাচ্চার বয়স ১ মাস। হালকা সর্দি-কাশি হচ্ছে। কি ঔষধ খাওয়াবো?

উত্তরঃ নবজাতকের অল্প সর্দি-কাশিতে ভয়ের কিছু নেই। বেশির ভাগ ক্ষেত্রে রাইনো ভাইরাস নামক এক ভাইরাসের সংক্রমণে সর্দি কাশি হয়ে থাকে। এতে শিশুর নাক বন্ধ, নাক দিয়ে পানি পড়া, খুশখুশে কাশি, বুকে ঘড়ঘড় শব্দ হওয়া, জ্বর ইত্যাদি উপসর্গই দেখা দিতে পারে। কিছু বাচ্চার এসবের সাথে সাথে বমি ও পাতলা পায়খানাও হতে পারে। - যদি শিশুর নাক বন্ধ থাকে বা নাকে সর্দি থাকে তাহলে নরমাল স্যালাইন ড্রপ দিয়ে একটু পর পর শিশুর নাক পরিষ্কার করে দিন। শিশুকে পাশ ফিরিয়ে নাকে পানি গড়িয়ে পড়তে দিন ও টিস্যু দিয়ে মুছে দিন। প্রচলিত কফ সিরাপ বা অন্য কোনো ঔষুধ না দেওয়াই ভালো। - শিশুকে কেবল মাত্র মায়ের বুকের দুধই বারবার পান করাতে হবে। - এছাড়া শিশুর খুব জ্বর বা শ্বাসকষ্ট হলে এবং কিছু দিনের মধ্যে কফ ভালো না হলে অবশ্যই ডাক্তারের শরনাপন্ন হতে হবে।

কেএস/

Leave a Comment