একজন মা কতবার তার বুকের দুধ চেপে বের করতে পারবেন?

  • তাসফিয়া আমিন
  • অক্টোবর ১, ২০১৯

একজন মা কতবার তার বুকের দুধ চেপে বের করতে পারবেন? এটা নির্ভর করে দুধ বের করার কারণের উপর।

যেমনঃ

১. অসুস্থ শিশু বা কম ওজন বিশিষ্ট শিশুর ক্ষেত্রে সাধারণভাবে শিশু যতবার মায়ের দুধ পান করতে চায় ততবারই মা দুধ বের করতে পারেন। তবে মায়ের দুধের সরবরাহ অক্ষুণ্ন রাখতে অন্তত ৩ ঘন্টা পরপর বা দিনে রাতে ২৪ ঘন্টায় ৮ বার মা দুধ গেলে বের করতে পারেন।

২. মা অসুস্থ থাকলে মা অসুস্থ থাকলে মায়ের দুধের সরবরাহ অক্ষুণ্ন রাখতে শিশু যতবার দুধ খেতে চাইবে ততবারই মা দুধ চেপে বের করে রাখতে পারেন।

৩. কর্মজীবী মায়েদের ক্ষেত্রে মা যদি কাজে বের হোন তবে, কাজে যাবার আগে যতটুকু সম্ভব দুধ চেপে বের করে রেখে যাবেন। স্তনে দুধের সরবরাহ অক্ষুণ্ন রাখার জন্য কাজের জায়গাতেও এই সুবিধা থাকা জরুরি। কাজের স্থানে যেকোনো সময় দুধ গেলে বের করতে হবে যাতে দুধ চুঁইয়ে বের হয়ে না আসে। ৪. বুকে দুধ জমে গেলে বা চুঁইয়ে বের হলে যতটুকু দরকার ততটুকুই বের করতে হবে।

কে/এস

Leave a Comment