কৃমি জনিত রোগ কেন হয় এবং বাচাঁর উপায়

  • কবিতা আক্তার
  • অক্টোবর ১, ২০১৯

কৃমি পরজীবী হিসেবে পোষক দেহে বাস করে। মানুষের দেহে অনেক প্রজাতির কৃমি পোষক রয়েছে।বিশেষ করে মানুষের অন্ত্রে সুতাকৃমি, ফিতাকৃমি, গোলকৃমি পরজীবী হিসেবে বাস করে। কৃমির কারণে যে সমস্যা দেখা যায় তা হলো

১। খাওয়ায় অরুচি

২। রক্ত সল্পতা দেখা দেওয়া

৩। বমি বমি ভাব

৪। পেটে ব্যথা

৫। বদহজম

৬। দুর্বলবোধ

৭। রোগীর চেহারা ফ্যাকাশে হওয়া

৮। হাত পা ফুলে যাওয়া

৯। পেট বড় হয়ে ফুলে যাওয়া

কৃমি হলে এই সব সমস্যা দেখা যায়। শিশুর জ্বর হলে অনেক সময় কৃমি মলের সাথে বা নাক থেকে মুখ দিয়ে বেরিয়ে আসে। রোগীর মল পরীক্ষা করে পেটে কৃমি আছে কিনা তা জানা যায়। কৃমি আক্রান্ত ব্যক্তি দারা খাদ্য বস্তু দূষিত হয়।
কাচাঁ ফলমূল ধুয়ে খাওয়ার অভ্যাস করতে হবে, খাবার খাওয়ার আগে ভালো ভাবে হাত ধুতে হবে, খালি পায়ে হাটাঁচলা করা যাবে না। এসব কিছু যদি সঠিকভাবে পালন করা হয় তাহলে সহজে কৃমি থেকে মুক্তি পাওয়া যাবে।

কে/এস

Leave a Comment