সাইনোসাইটিস কি ধরনের রোগ

  • কবিতা আক্তার
  • অক্টোবর ১৫, ২০১৯

মুখমন্ডল ও করোটিতে যে সব ফাঁকা,বায়ুপূর্ণ ও মিউকাস পর্দা দারা পরিবেষ্টিত গহ্বর থাকে তাদের সাইনাস বলে। সাইনাসের প্রদাহের জন্য যে রোগটি হয় তাই আমাদের সুপরিচিত সমসা সাইনোসাইটিস।
ভাইরাস,ছত্রাকের সংক্রমণে সাইনাসের মিউকাসপর্দায় যে প্রদাহের সৃষ্টি হয় তাকেই সাইনোসাইটিস বলে।
নাকের ছিদ্রের চারদিক দিয়ে কতকগুলো সাইনাস আছে। সর্দি হলে ভেতরে প্রদাহ হয়। এসব সাইনাসে বিভিন্ন কারণে প্রদাহ হতে পারে। এর তীব্র প্রদাহকে সাইনোসাইটিস বলা হয়ে থাকে। অনেক সময় নাকের সাথে সংযোগকারী ছিদ্রপথ সর্দিতে বন্ধ হয়ে গেলে সাইনাসের মাঝের বাতাস রক্তে শোষিত হয়ে মাথা ব্যথার সৃষ্টি হয়।
যে কোন কাজে মাথা নিচু করা,মাথা নুইয়ে বই পড়া,এমনকি নামাজে সিজদা দিলেও ঐসব স্থান টনটন করে। আমাদের মুখমন্ডল ও করোটিতে এক জোরা করে চার ধরনের সাইনাস থাকে।
যেমন :

১। চোখের উপরে অবস্থিত সাইনাসে চাপ প্রয়োগে ব্যথা ও মাথা ব্যথা দেখা দেয়।

২। গালে চাপ প্রয়োগে দাঁত ব্যথা ও মাথা বেথার লক্ষণ দেখা দেয়।

৩। দুই নেত্রের মাঝে ও পশ্চাৎ বরাবর বতথা ও মাথা ব্যথা দেখা দেয়।

৪। চোখের পশ্চাৎ এবং মাথার চূড়ায় ব্যথা বা চাপ অনুভূত হয়। এটিই হলো সাইনোসাইটিস রোগ।

কে/এস

Leave a Comment