ভ্যাসকুলাইটিস (Vasculitis)

  • তাসফিয়া আমিন
  • অক্টোবর ১৮, ২০১৯
 

এক ধরণের রোগ যা রক্তনালীর প্রদাহ হিসেবে পরিচিত। শরীরের রক্তবাহী নালি, ধমনী, শিরা, উপশিরা, ক্যাপিলারি ইত্যাদিকে একযোগে ভ্যাসকুল্যার সিস্টেম বলা হয়। ভ্যাসকুলাইটিস মূলত রক্তবাহী শিরা, উপশিরা, ক্যাপিলারি প্রভৃতির প্রদাহ। এর ফলে রক্তনালি খুব দুর্বল হয়ে পড়ে, এবং রক্ত চলাচলের পথ সংকীর্ণ হয়ে পড়ে। ফলস্বরূপ, সংশ্লিষ্ট অঙ্গ-প্রত্যঙ্গসমূহ ক্ষতিগ্রস্ত হয়। তবে এটি যে কোন রক্তনালিকা বা অঙ্গ-প্রত্যঙ্গে সংঘটিত হতে পারে। উৎস এবং উপসর্গ ভেদে ভ্যাসকুলাইটিস নানা রকম হতে পারে। তবে এটা কোনো সংক্রামক রোগ নয়।

লক্ষণঃ
রোগের লক্ষন নির্ভর করে কতগুলো রক্তনালীর প্রদাহ হয়েছে তা উপর এবং রক্তনালীর অবস্থানের উপর (প্রধান অঙ্গ যেমন মস্তিষ্ক, হৃৎপিন্ড, চামড়া অথবা মাংস) এবং কতটুকু রক্তপ্রবাহ ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর। এটা হতে পারে কিছুসময়ের জন্য রক্তপ্রবাহ কমে যাওয়া অথবা পুরোপুরি রক্তপ্রবাহ বন্ধ হয়ে গিয়ে টিস্যুতে অক্সিজেন এবং পুষ্টি কমে যাওয়া। এটা আস্তে আস্তে টিস্যুকে ক্ষতিগ্রস্থ করে। যতটুকু অঙ্গ এর কাজ কমে যায়, ততটুকু টিস্যু ক্ষতিগ্রস্ত হয়।
-- মস্তিষ্কের রক্তনালী ক্ষতিগ্রস্থ হয় এবং রক্ত প্রবাহে বাধার সৃষ্টি হয়(সেরেব্রাল ভ্যাসকুলাইটিস)
-- মস্তিস্কে রক্তক্ষরণ ঘটতে পারে
-- সব সময় দুর্বল অনুভব করতে পারে
-- অনুভূতি লোপ পেতে থাকে
-- মাথা ব্যথা করতে পারে, সাথে জ্বরও থাকতে পারে
-- স্কিন র্যাশ বা ত্বকে দানা বের হতে পারে
-- অস্থি সংযোগস্থলে ব্যথা হতে পারে
-- চলাফেরা করতে কষ্ট হতে পারে
-- আচরণগত সমস্যা তৈরি হতে পারে এর যেকোনো একটি অথবা একাধিক লক্ষণ দেখা দিলে দেরি না করে ডাক্তারের শরনাপন্ন হওয়া উচিত।
কে/এস

Leave a Comment