শিশুর আক্রমণাত্মক আচরণ

  • কামরুন নাহার স্মৃতি
  • অক্টোবর ১৮, ২০১৯

শিশুরা মারামারি করার পরপরই সঙ্গীটির সাথে ঝগড়া মিটিয়ে ভাব করে নিতে পছন্দ করে। কিন্তু শিশুর আক্রমণাত্মক প্রবণতা অভিভাবকদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। প্রায় নিয়মিত মারামারিতে অংশগ্রহণ করে এমন শিশু একধরনের মানসিক রোগে আক্রান্ত হয়ে থাকে।

বিভিন্ন সমস্যা অন্যদের ঠিকমতো বোঝাতে না পারা, আত্নবিশ্বাসের অভাবে ভুগলে, বাবা মায়ের প্রতি রাগ বা অভিমান হলে তাদের দৃষ্টি আকর্ষণের জন্য শিশুরা নানা অনাকাঙ্ক্ষিত আচরণ করতে পারে। এছাড়া টিভিতে মারামারি ও হিংসাত্নক কার্টুন বা অনুষ্ঠান বেশি দেখলে বা পারিবারিক নির্যাতন নিয়মিত দেখলে শিশুর মানসিক সমস্যা ঘটে। পরিণামে শিশু হয়ে উঠবে হিংস্র।

এসব ক্ষেত্রে শিশুকে ভালোমন্দ বুঝিয়ে বলুন,আচরণ পরিবর্তনের সুযোগ দিন। সে কোন মানসিক চাপে আছে কি না জানার চেষ্টা করুন।

কে/এস

Leave a Comment