এইডস রোগের কারণ

  • কবিতা আক্তার
  • অক্টোবর ২০, ২০১৯

বর্তমানে বিশে এইডস একটি মারাত্নক ঘাতক রোগ হিসেবে পরিচিত।

১. এইডস আক্রান্ত পুরুষ বা মহিলার সাথে যৌন মিলন হলে এ রোগ হয়। দুঘটনাজনিত রক্তক্ষরণ, প্রসবজনিত রক্তক্ষরণ, বড় অস্ত্রোপচার , রক্তশূন্যতা, ক্যান্সার ইত্যাদি ক্ষেত্রে দেহে রক্ত সঞ্চালন প্রয়োজন হয়। এই অবস্থায় এইডস রোগে আক্রান্ত রোগীর রক্ত সুস্থ ব্যক্তির দেহে সঞালন করলে এইডস রোগ হয়।

২. এইডস এ আক্রান্ত বাবা মায়ের সন্তান এইডস রোগে আক্রান্ত হয়। এ রোগে আক্রান্ত মায়ের দুধ শিশু পান করলে সে শিশু এইডস এ আক্রান্ত হতে পারে।

৩. HIV জীবাণুযুক্ত ইনজেকশানের সিরিঞ্জ, সুঁচ, দন্ত চিকিৎসার যন্ত্রপাতি এবং অপারেশনের যন্ত্রপাতির ব্যবহারের মাধমেও সুস্থ ব্যক্তি এ রোগে আক্রান্ত হতে পারে।

৪. এইডস এ আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে এ রোগ সংক্রমিত হয়।

কে/এস

 

 

Leave a Comment